নোটিশ :
ভিতরবন্দ বালিকা উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ হইতে নবম শ্রেণিতে ২০২৪ সালের ছাত্রী ভর্তির কার্যক্রম চলমান আছে। ২০২৪ সালের এস এস সি পরীক্ষার্থীদের ফরম পুরন,আগামী ০৫/১১/২০২৩ তারিখে শেষ হবে।নির্ধারিত তারিখের মধ্যে সকলকে ফরম পূরণ করার জন্য অনুরোধ করা হইল। এস,এস,সির নির্বাচনী পরীক্ষা ২০২৪ সালের রুটিন। ২০২৩ সালের ৮ম শ্রেণির রেজিষ্ট্রেশন চলছে, শেষ তারিখ ২০/০৯/২০২৩। আগামী ০১/১০/২০২৩ ইং তারিখে ভিতরবন্দ বালিকা উচ্চ বিদ্যালয়ে,২০২৪ সালের এস, এস,সি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা আরম্ভ হবে। ২০২৪ সালের এস,এস,সি পরীক্ষার্থীদের নির্বাচনী রুটিন। এসএসসি পরীক্ষা 2023 এর মডেল টেস্ট-01 এর সময় সূচি ষষ্ঠ শ্রেণির ভর্তির ফলাফল ষষ্ঠ শ্রেণির লটারি খবর
প্রধান শিক্ষকের বাণী

ভিতরবন্দ বালিকা উচ্চ বিদ্যালয়টি ১৯৮৩সালে প্রতিষ্ঠিত এবং অত্র এলাকায় প্রথম নারী শিক্ষাবিস্তারে  অগ্রণী ভূমিকা পালন করে। বিদ্যালয়টির একটি ডাইনামিক  ওয়েব  সাইট  চালু করা  হয়েছে যা অত্যন্ত যুগোপযোগী ও বাস্তবধর্মী। এ ওয়েবসাইট চালু করার ফলে তথ্য-প্রযুক্তির যুগের সাথে তাল মিলানো ও ডিজিটাল বাংলাদেশ গড়া সহজতর হবে এবং যে কেউ প্রতিষ্ঠানের তথ্যসমূহ সহজে অবগত হতে পারবে। তাই এ ওয়েব সাইট চালু করতে পেরে আমি খুবই আনন্দিত এবং যারা এ ওয়েব সাইট চালু করতে সার্বিক সহযোগিতা করেছেন তাদের জানাই কৃতজ্ঞতা।

ভিতরবন্দ বালিকা উচ্চ বিদ্যালয়টি  নাগেশ্বরী উপজেলা ভিতরবন্দে অবস্থিত  অন্যতম উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি একটি সুন্দর, মনোরম, নিরিবিলি, শান্ত পরিবেশে প্রতিষ্ঠিত। এখানাকার প্রকৃতি ও পরিবেশ আমাদের একান্ত আপন। প্রতিষ্ঠালগ্ন থেকে প্রতিষ্ঠানটি অত্যন্ত সুনাম ও কৃতিত্বের সাথে পরিচালিত হয়ে আসছে। ক্রীড়া, সাহিত্য-সংস্কৃতি এবং  পরীক্ষায় ভাল ফলাফলের  জন্য প্রতিষ্ঠানটি বহুবার জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ট প্রতিষ্ঠানের সুনাম অর্জন করেছে।

  1. প্রতিষ্ঠালগ্ন ১৯৮৩ সন থেকে বিদ্যালয়টির ১.০৮ একরের অধিক ভূমি, স্থায়ী ও চলতি তহবিলে পর্যাপ্ত অর্থ, বই, চেয়ার, ব্যাঞ্জ, টেবিল, ফ্যান ও কম্পিউটার প্রদান  করে প্রতিষ্ঠানের অগ্রগতিকে তরান্বিত  করেন। প্রতিষ্ঠানটির বর্তমান সভাপতি জনাব—-এ,কে,এম মোস্তাফিজুর রহমানের  মহোদয়ের প্রত্যেক্ষ দিকনির্দেশনায় এবং প্রতিষ্ঠানের নিষ্ঠাবান শিক্ষকদের তত্ত্ববধানে প্রতিষ্ঠানটি অধিকতর সুষ্ঠু ও সুশৃংখলভাবে পরিচালিত হচ্ছে।  তথ্য-প্রযুক্তির যুগে প্রবেশ ও ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নেপ্রতিষ্ঠানের একটি ডাইনামিক ওয়েবসাইট চালু, ইন্টারনেট সংযোগ এবং একটি কম্পিউটার ল্যাব স্থাপন করা হয়েছে।

ভাল ফলাফলের নিশ্চয়তা বিধানের প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি আরও সুন্দর ও সুষ্ঠুভাবে  পরিচালনায় আমি বদ্ধপরিকর। আশা করছি প্রতিষ্ঠানটি অত্র এলাকায় একটি মডেল প্রতিষ্ঠানে পরিনত হবে ইনশাআল্লাহ। মহান আল্লাহ আমাদের সহায় হউন- আমিন।

 

প্রধান শিক্ষক

মোঃ মামুনুর রশীদ

ফোনঃ 01309122362/ 01716502966